রাসায়নিক অস্ত্র নিষিদ্ধের কাজ করছে ওপিসিডব্লিউ
এবার শান্তিতে নোবেল পুরস্কার পেল রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কার্যক্রমে যুক্ত আন্তর্জাতিক সংস্থা দি অর্গানাইজেশন ফর দ্য কেমিক্যাল ওয়েপনস (ওপিসিডব্লিউ)। ১৫ বছর ধরে বিশ্বজুড়ে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে নেদারল্যান্ডসের হেগভিত্তিক এ সংস্থা। ওপিসিডব্লিউর জন্ম: বিশ্বে রাসায়নিক অস্ত্র পুরোপুরি ধ্বংসের প্রথম আন্তর্জাতিক চুক্তি রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি)। এ কনভেনশন বাস্তবায়নে নব্বইয়ের দশক থেকে কাজ শুরু করে ওপিসিডব্লিউ। সংস্থাটি সম্প্রতি আলোচনার কেন্দ্রে আসে ...
Posted Under : Health News
Viewed#: 21
See details.

